সৌদি যাত্রীদের টিকিট শুধু বিমানের নিজস্ব কাউন্টারে রি-ইস্যু হচ্ছে

বিমান বাংলাদেশ এয়ারলাইনন্সের সৌদি আরবের টিকিটধারী যাত্রীদের কোনো চার্জ ছাড়াই ধারাবাহিকভাবে টিকেট রি-ইস্যু করে আসন বরাদ্দ করছে। এসব টিকিট তাদের নিজস্ব টিকিট সেন্টার ছাড়া অন্য কোথাও রি-ইস্যু করার কোনো সুযোগ নেই বলে জানানো হয়েছে। তাই সৌদি আরবের টিকিটধারীদের এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার অনুরোধ জানায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনন্সের সৌদি আরবের টিকিটধারী যাত্রীদের কোনো চার্জ ছাড়াই ধারাবাহিকভাবে টিকেট রি-ইস্যু করে আসন বরাদ্দ করছে। এসব টিকিট তাদের নিজস্ব টিকিট সেন্টার ছাড়া অন্য কোথাও রি-ইস্যু করার কোনো সুযোগ নেই বলে জানানো হয়েছে। তাই সৌদি আরবের টিকিটধারীদের এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার অনুরোধ জানায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

আজ বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু অসাধু এজেন্সি ও ব্যক্তি সৌদি আরবে যাওয়ার টিকিট অর্থের বিনিময়ে পুণরায় ইস্যু করিয়ে দেবে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্লাটফর্মে মিথ্যা এবং প্রতারণামূলক প্রচার চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ। এই ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে।

যারা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English

Is Raushan's political career coming to an end?

With Raushan Ershad not participating in the January 7 parliamentary election, questions have arisen whether the 27-year political career of the Jatiya Party chief patron and opposition leader is coming to an end

2h ago