সাভারে ৮ ট্যানারিকে ২১ লাখ টাকা জরিমানা
সাভারের চামড়া শিল্প নগরীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন এবং ছাড়পত্র হালনাগাদ না থাকা আটটি ট্যানারির বিরুদ্ধে ২১ লাখ টাকা পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।
দিনব্যাপী আজ পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ ছাড়পত্রবিহীন এবং পরিবেশ ছাড়পত্র নবায়নবিহীন ট্যানারির বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানের নের্তৃত্ব দেন মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট অধিশাখার পরিচালক রুবিনা ফেরদৌসী।
অভিযানে সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে অবস্থিত মেসার্স কহিনুর ট্যানারি, ইউনিকর্ন লেদার (মেসার্স ইন্টারন্যাশনল ট্যানারি), মেসার্স গুলশান ট্যানারি, আঞ্জুমান ট্রেডিং করপোরেশন লি., ভেলেক্স অ্যাজেন্সিস লি., মেসার্স কিড লেদার, মেসার্স সুপিরিয়র লেদার এবং মেসার্স টিপারা ট্যানারি বিরুদ্ধে মোট ২১ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।
অভিযানের সময় শিল্পনগরীর রেইন ওয়াটার ড্রেন থেকে অপরিশোধিত তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়। বিশ্লেষণের জন্য সেই নমুনা পরিবেশ অধিদপ্তরের গবেষণাগারে পাঠানো হয়েছে। পরবর্তীতে নমুনা বিশ্লেষণের ফলাফলে উপর ভিত্তির করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments