প্রস্তুতিমূলক ওয়ানডে টুর্নামেন্টের নাম, ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’

খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাতে তিন দলের প্রস্তুতিমূলক ওয়ানডে টুর্নামেন্ট নাম ঘোষণা করেছে বিসিবি। ১১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই আসরের নাম হবে, ‘বিসিবি সভাপতি কাপ।’
BCB President's Cup logo

খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাতে তিন দলের প্রস্তুতিমূলক ওয়ানডে টুর্নামেন্ট নাম ঘোষণা করেছে বিসিবি। ১১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই আসরের নাম হবে, ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ।’

বৃহস্পতিবার গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়ে টুর্নামেন্টের নাম ও লোগো প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত,  ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ও তাদের নামে তিনটি দল খেলবে এই দিবারাত্রির আসরে।

আরও পড়ুন-  দেখে নিন তিন দলের সিরিজের সময়সূচি

টুর্নামেন্টে প্রতি দল একে অন্যের বিপক্ষে দুবার করে মুখোমুখি হবে। সেরা দুই দল ২৩ অক্টোবর খেলবে ফাইনাল। সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় আয়োজিত হবে।

জাতীয় দল ও আশেপাশের তারকাদের সঙ্গে এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের।

চলতি মাসে তিন টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় থাকার কথা ছিল বাংলাদেশের। সেদেশের কোভিড-১৯ প্রটোকলে বাংলাদেশ রাজী না হওয়ায় ভেস্তে যায় সফরটি। জাতীয় দলের খেলা না থাকায় ঘরোয়া ক্রিকেট শুরুর কথা জানিয়েছিলেন বোর্ড প্রধান নাজমুল হাসান। তার অংশ হিসেবে আয়োজিত হচ্ছে প্রস্তুতিমূলক এই টুর্নামেন্ট। পিচভিশন টেকনোলজির মাধ্যমে সবগুলো ম্যাচই ইউটিউবে সরাসরি দেখানো হবে। টুর্নামেন্টের ফাইনাল বাংলাদেশ টেলিভিশনে দেখানো হতে পারে। 

প্রস্তুতিমূলক এই টুর্নামেন্টের পরপরই ৫ দলকে নিয়ে একটি কর্পোরেট টি-২০ লিগ আয়োজনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বিসিবি।

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

11h ago