অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেতা মিলন
অসুস্থ হয়ে অভিনেতা আনিসুর রহমান মিলন গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। মিলনের বড় ভাই আতাউর রহমান সুমন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হার্টে সমস্যার কারণে কয়েকদিন ধরে মিলনের শরীরটা ভালো যাচ্ছিল না। গতকাল রাতে হঠাৎ করে একটু শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। শরীর ঠিক না হওয়ায় রাতে তাকে স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানে জানতে পারি হার্টের সমস্যা হয়েছে। এরপর সেখানে সিট না থাকায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।’
মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে মিলনের অভিনয় জীবন শুরু হয়। পরে তিনি টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি সালাউদ্দিন লাভলু পরিচালিত রঙের মানুষ ধারাবাহিকে অভিনয় করে প্রথম পরিচিতি লাভ করেন। এখন নাটক ও চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেতা।
Comments