বাগেরহাটে স্ত্রীকে হত্যার পর মরদেহ গুমের চেষ্টা, পুলিশ কনস্টেবল আটক
বাগেরহাটে স্ত্রীকে হত্যা ও এরপর মরদেহ গুমের চেষ্টা করার অভিযোগে সাদ্দাম হোসেন নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে। সাদ্দাম হোসেনের স্ত্রী জোস্নার মরদেহ গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান।
জানা গেছে, সাদ্দাম সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়ধাল গ্রামের আব্দুল লতিফ গাজির ছেলে। তিনি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার তাফালবাড়ী পুলিশ ক্যাম্পে কনস্টেবল হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ক্যাম্পের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন। নিহত জোস্না সাদ্দামের দ্বিতীয় স্ত্রী ছিলেন।
শরণখোলা থানার ওসি সাইদুর রহমান জানান, গত ৭ অক্টোবর রাতে সাদ্দাম হোসেন তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপরে তিনি মরদেহটি টুকরো টুকরো করে দেহটিকে পলিথিনে জড়িয়ে রাখেন এবং একটি পরিত্যক্ত ঘরে লুকিয়ে রাখেন। গোপন তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। সাদ্দাম হুসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’
‘মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা এই বিষয়ে আইনি ব্যবস্থা নিচ্ছি’, বলেন পুলিশের এই কর্মকর্তা।
Comments