তরুণ দলে ইংলিশদের বাজিমাত, বেলজিয়ামের ড্র

একেবারেই আনকোরা একটি দল মাঠে নামালেন ইংলিশ কোচ সাউথগেট। চারজনের তো এ ম্যাচ দিয়েই অভিষেক। নেতৃত্বের ভারও এসেছে নতুন একজনের হাতে। তবে ম্যাচে তার বিন্দুমাত্র প্রভাব পড়েনি। অসাধারণ ফুটবল উপহার দিয়ে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে দলটি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর প্রথমবার ঘরের মাঠে খেলতে নেমে ওয়েলসকে ৩-০ গোলে হারিয়েছে তারা।
ছবি: রয়টার্স

একেবারেই আনকোরা একটি দল মাঠে নামালেন ইংলিশ কোচ সাউথগেট। চারজনের তো এ ম্যাচ দিয়েই অভিষেক। নেতৃত্বের ভারও এসেছে নতুন একজনের হাতে। তবে ম্যাচে তার বিন্দুমাত্র প্রভাব পড়েনি। অসাধারণ ফুটবল উপহার দিয়ে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে দলটি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর প্রথমবার ঘরের মাঠে খেলতে নেমে ওয়েলসকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

দিনের অপর ম্যাচে আইভরি কোস্টের সঙ্গে শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র মেনে মাঠ ছেড়েছে বেলজিয়াম। ১-১ গোলে ড্র হয় ম্যাচটি। টানা ১২ ম্যাচ পর এসে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটির।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথমবারের মতো আর্মব্যান্ড পরেন কিয়েরান ট্রিপিয়ার। ডমিনিক কালভার্ট-লুইন, রিস জেমস, হার্ভি বার্নস ও বুকায়ো সাকার অভিষেক হয় ইংলিশ জার্সিতে। আর অভিষেকটা রাঙিয়ে রেখেছেন তারা। অভিষেকেই গোল পেয়েছেন কালভার্ট-লুইন। অভিষেকে না হলেও ইংলিশ জার্সিতে নিজেদের প্রথম গোল পেয়েছেন ড্যানি ইংস ও কনর কোডিও।

এদিন ম্যাচের ২৫তম মিনিটে দলকে এগিয়ে নেন লুইস। জ্যাক গ্রিলিশের নিখুঁত ক্রসে লাফিয়ে দারুণ এক হেডে বল জালে পাঠান ফাঁকায় থাকা ফরোয়ার্ড। ৫৩তম মিনিটে ব্যবধান বাড়ায় দলটি। অধিনায়ক ট্রিপিয়ারের ক্রসে বল পেয়ে দারুণ এক ভলিতে বল জালে পাঠান কোডি। ১০ মিনিট পর ব্যবধান আরও বাড়ায় দলটি। কর্নার থেকে উড়ে আসা বল হেডে দিয়েছিলেন টাইরন মিঙ্গস। তবে সে বল ফাঁকায় পেয়ে যান ইংস। বল জালে পাঠাতে ভুল হয়নি তার।

বেলজিয়াম ও আইভরি কোস্টের মধ্যকার অপর ম্যাচে প্রথমার্ধে কোনো গোল হয়নি। অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় বেলজিয়ানরা। ৫৩তম মিনিটে আলেক্সিস সায়েলেমায়েকার্সের ক্রসে বাতসুয়াইয়ের শট গোলরক্ষক ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলে শট নিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। ৮৬তম মিনিটে স্পট-কিক থেকে সমতায় ফেরে আফ্রিকান দলটি। ডি-বক্সে সেবাস্তিয়ান বরনায়ু ফাউল করেন উইলফ্রাইড জাহাকে। ফলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

6h ago