ঠাকুরগাঁওয়ে দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজাগাঁও ইউনিয়নের নামাজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
dead_body_0.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

ঠাকুরগাঁও সদর উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজাগাঁও ইউনিয়নের নামাজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায়।

নিহত দুই জন হলেন— রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা নতুন বস্তির প্রয়াত মসলিম উদ্দীনের ছেলে মোহাম্মদ সিদ্দিক (২৭) ও একই গ্রামের কাদের আলীর ছেলে মোহাম্মদ সুমন (২৬)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি চিত্ত রঞ্জন রায় টেলিফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাণীগঞ্জ এলাকা থেকে মোটরসাইকেলে করে দুই বন্ধু সিদ্দিক ও সুমন ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর বঠিনা নতুনবস্তি এলাকার বাড়িতে ফিরছিলেন৷ পথে নামাজপাড়া এলাকায় একটি রাস্তার বাঁক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলে সিদ্দিক মারা যায়। সেসময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে পঞ্চগড়ের বোদা উপজেলা হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।’

ওসি আরও বলেন, ‘মোটরসাইকেলটি দ্রুত গতিতে চালানোর কারণে রাস্তার বাঁকে নিয়ন্ত্রণ করতে না পারায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। অভিযোগ না থাকায় নিহত সিদ্দিক ও সুমনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Comments

The Daily Star  | English
No hartal and blockade on Sunday

No hartal and blockade on Sunday

BNP has refrained from calling any programmes on Sunday marking International Human Rights Day

2h ago