রোহিঙ্গা সন্ত্রাসীদের নির্যাতনে আহত বাংলাদেশি চালক উদ্ধার

উখিয়ার কুতুপালংয়ে যাত্রী আনতে গিয়ে সশস্ত্র রোহিঙ্গা গ্রুপের হাতে অপহৃত মাইক্রোবাসচালক নুরুল বশরকে অপহরণের ৫১ ঘণ্টা পর ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ছুরিকাঘাত করে তাকে ছেড়ে দেয় রোহিঙ্গা অপহরণকারীরা।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন নুরুল বশরের স্ত্রী সেগুফা বেগম ও হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।

জানা গেছে, গত ৬ অক্টোবর সন্ধ্যায় ভাড়ায় হ্নীলা থেকে কুতুপালং রোহিঙ্গা শিবিরের মরকজ পাহাড়ের কাছে গেলে নুরুল বশর অপহরণ ও হ্নীলার পশ্চিম সিকদার পাড়ার নুর হোছনের পুত্র নুরুল হুদাকে (৩০) হত্যা করা হয়। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে রোহিঙ্গা-বিরোধী বিদ্বেষ ছড়িয়ে পড়ে। তারা বিভিন্ন স্থানে রোহিঙ্গাদের ওপর চড়াও হয় এবং তাদের প্রতিহতের ঘোষণা দেন।

এরই মধ্যে পরদিন দুপুরে একটি মুঠোফোন থেকে অপহৃত চালক নুরুল বশর তার বাবার কাছে ফোন করে জানান, তিনি রোহিঙ্গা উগ্রপন্থি গ্রুপের হেফাজতে পাহাড়ে বন্দি রয়েছেন। এই বিষয় নিয়ে বেশি হইচই করলে তার মরদেহ পাওয়ায যাবে। আর নীরব থাকলে উগ্রপন্থিদের মনে দয়া হলে তাকে জীবিত ছেড়ে দেওয়া হতে পারে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে জানান, অনেক কৌশল করে নুরুল বশরকে জীবিত ফেরত পাওয়া গেছে।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ সনজুর মোরশেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ রকম কোনো সংবাদ আমার জানা নেই।’

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago