শাহবাগে ধর্ষণবিরোধী মহাসমাবেশ

1.jpg
পাহাড়-সমতলে অব্যাহতভাবে ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। ছবি: শেখ এনাম

সারাদেশে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে রাজধানীর শাহবাগে চলছে মহাসমাবেশ। পাহাড়-সমতলে অব্যাহতভাবে ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।

এসব ঘটনা সামাল দিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণের দাবিতে দফায় দফায় স্লোগান দিচ্ছেন তারা।

2.jpg
প্রতিবাদ আর স্লোগানে মুখরিত শাহবাগ। ছবি: শেখ এনাম

আজ শুক্রবার বিকাল ৩টা থেকে মহাসমাবেশ শুরু হয়। সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্টসহ বাম ধারার সংগঠনের কর্মীরা।

3.jpg
ধর্ষণবিরোধী পথনাটক পরিবেশন করছে নন্দন মঞ্চ। ছবি: শেখ এনাম

মহাসমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও চিকিৎসক সংগঠন সংহতি জানিয়েছে।

4.jpg
ধর্ষকদের বিচারের দাবিতে সোচ্চার সবাই। ছবি: শেখ এনাম

প্রতিবাদী পথনাটক পরিবেশন করছে নন্দন মঞ্চ।

5.jpg
ছাত্র-শিক্ষক-শ্রমিক-জনতা একযোগে আন্দোলন করছেন। ছবি: শেখ এনাম

ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক তানজিম উদ্দিন খান, অধ্যাপক সামিনা লুৎফা এবং অধ্যাপক সাঈদ ফেরদৌস শাহবাগে উপস্থিত থেকে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

6h ago