সিলেটে বাস উল্টে নিহত ২

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহও হয়েছেন আরও অনেকে।
আজ শুক্রবার দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আজ সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ওতিরবাড়ি এলাকায় বাসটির চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
আখতার হোসেন বলেন, ‘বাসটি ফেঞ্চুগঞ্জ উপজেলা থেকে সিলেট শহরের দিকে যাচ্ছিলো। ঘটনাস্থল থেকে একজন নারী এবং একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, নিহত বা আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’
এ ঘটনায় আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Comments