শীর্ষ খবর

শাহবাগে ধর্ষণবিরোধী মহাসমাবেশে আন্দোলনকারীদের ৯ দফা দাবি

শাহবাগে অনুষ্ঠিত ধর্ষণ বিরোধী সমাবেশ থেকে নয় দফা দাবি পেশ করেছেন আন্দোলনকারীরা। পাহাড়-সমতলে অব্যাহতভাবে ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ করেন তারা।
Shahbag-1.jpg
পাহাড়-সমতলে অব্যাহতভাবে ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। ছবি: স্টার

শাহবাগে অনুষ্ঠিত ধর্ষণ বিরোধী সমাবেশ থেকে নয় দফা দাবি পেশ করেছেন আন্দোলনকারীরা। পাহাড়-সমতলে অব্যাহতভাবে ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ করেন তারা।

আজ শুক্রবার বিকাল ৩টা থেকে ওই মহাসমাবেশ শুরু হয়। এতে সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্টসহ বাম ধারার সংগঠনের কর্মীরা। মহাসমাবেশ থেকে এসব দাবি পেশ করেন তারা।

দাবিগুলো হলো:

১. সারা দেশে অব্যাহত ধর্ষণ-নারীর প্রতি সহিংসতার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণ, নিপীড়ন বন্ধ ও বিচারে ‘ব্যর্থ’ স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে অপসারণ করতে হবে।

২. পাহাড়-সমতলে আদিবাসী নারীদের ওপর সামরিক-বেসামরিক সব ধরনের যৌন ও সামাজিক নিপীড়ন বন্ধ করতে হবে।

৩. হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে নারী নির্যাতন বিরোধী সেল কার্যকর করতে হবে। সিডো সনদে স্বাক্ষর ও তার পূর্ণ বাস্তবায়ন করতে হবে। নারীর প্রতি বৈষম্যমূলক সব আইন ও প্রথা বিলোপ করতে হবে।

৪. ধর্মীয়সহ সব ধরনের সভা-সমাবেশে নারীবিরোধী বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে। সাহিত্য, নাটক, সিনেমা, বিজ্ঞাপনে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন বন্ধ করতে হবে। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে বিটিসিএলের কার্যকর ভূমিকা নিতে হবে। সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চায় সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করতে হবে।

৫. তদন্তকালীন সময়ে ভিকটিমকে মানসিক নিপীড়ন-হয়রানি বন্ধ করতে হবে। ভিকটিমের আইনগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৬. অপরাধ বিজ্ঞান ও জেন্ডার বিশেষজ্ঞদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অন্তর্ভুক্ত করতে হবে। ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে অনিষ্পন্ন সব মামলা দ্রুত নিষ্পন্ন করতে হবে।

৭. ধর্ষণ মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইন ১৮৭২-১৫৫ (৪) ধারা বিলোপ করতে হবে এবং মামলার ডিএনএ আইনকে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে কার্যকর করতে হবে।

৮. পাঠ্যপুস্তকে নারীর প্রতি অবমাননা ও বৈষম্যমূলক যে কোনো প্রবন্ধ, নিবন্ধ, পরিচ্ছেদ, ছবি, নির্দেশনা ও শব্দ চয়ন পরিহার করতে হবে।

৯. গ্রামীণ সালিশের মাধ্যমে ধর্ষণের অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে।

আরও পড়ুন:

শাহবাগে ধর্ষণবিরোধী মহাসমাবেশ

Comments

The Daily Star  | English
Sheikh Hasina's Sylhet rally on December 20

Hasina likely to kick off AL campaign with Sylhet rally on Dec 20: Quader

Prime Minister Sheikh Hasina, also the president of the ruling Awami League, will formally kick off the election campaign of the ruling party from a rally in Sylhet likely to be held on December 20.

3h ago