বলিভিয়াকে গুঁড়িয়ে শুরু ব্রাজিলের

দলের জয়ে জোড়া গোল করেছেন লিভারপুল তারকা রবার্তো ফিরমিনো। গোল করেছেন ফিলিপ কৌতিনহো আর মারকুইনহোস। নিজে গোল না পেলেও দারুণ খেলে একাধিক গোলের সুযোগ তৈরি করে দিয়েছেন দলের সেরা তারকা নেইমার।
Brazil

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দুর্দান্ত শুরু পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নিজেদের মাঠে বলিভিয়াকে ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে বাচ্চি তিতের শিষ্যরা।

২০২২ সালে কাতার বিশ্বকাপে যাওয়ার মিশনের শুরুর দিন দলের জয়ে জোড়া গোল করেছেন লিভারপুল তারকা রবার্তো ফিরমিনো। গোল করেছেন ফিলিপ কৌতিনহো আর মারকুইনহোস। নিজে গোল না পেলেও দারুণ খেলে একাধিক গোলের সুযোগ তৈরি করে দিয়েছেন দলের সেরা তারকা নেইমার।

Brazil

সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ান্স স্টেডিয়ামে শক্তিশালী আক্রমণভাগ নিয়ে শুরু থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হয় ব্রাজিল। একের পর এক আক্রমণের ধারায় ১৬ মিনিটেই আসে প্রথম গোল।

বা প্রান্ত থেকে তৈরি আক্রমণে বক্সের মধ্যে উড়ন্ত বল পাঠান দানিলো। লাফিয়ে ওই বল জোরালো হেডে জালে পাঠিয়ে দেন পিএসজি ডিফেন্ডার মারকুইনহোস।

২৮ মিনিটে ব্যবধান বাড়াতে পারতেন ফিলিপ কৌতিনহো। তার নেওয়া শট গোলরক্ষকের হাতে গেলে বার থেকে ফেরত আসে। দুই মিনিট পরই অবশ্য আরেক গোল পেয়ে যায় ব্রাজিল। বক্সের ভেতর নেইমার বল বাড়িয়ে দেন রেনান লোদির দিকে। লোদির ক্রস পেয়ে গোল পেতে কোন সমস্যাই হয়নি ফিরমিনোর।

ম্যাচে খুব কমই ব্রাজিলের দিকে বল চাপাতে পেরেছে বলিভিয়া। ৩৯ মিনিটে পাওয়া একটি ফ্রি-কিক কাজে লাগাতে পারেনি তারা।

দুই গোলে এগিয়ে বিরতি থেকে ফিরে যেন আরও ক্ষিপ্র ব্রাজিল। নেইমারকে দেখা যায় আরও ছন্দে। বারবার আক্রমণে গিয়ে সুযোগ আনতে থাকেন তিনি। ৪৯ মিনিটে নেইমারের বাড়ানো বল থেকে টোকা মেরে দ্বিতীয় গোল করেন ফিরমিনো। তার নেওয়া শট পা লাগিয়ে বাঁচাতে পারেননি বলিভিয়ান গোলরক্ষক । মিনিট দশেক পর নেইমারের একক প্রচেষ্টা যায় বারের উপর দিয়ে।

৬৬ মিনিটে কৌতিনহোর বক্সের  মধ্যে দেওয়া ক্রস ফেরাতে গিয়ে উলটো নিজেদের জালে জড়িয়ে দেন বলিভিয়ার ডিফেন্ডার কারাসকা। চার গোলে এগিয়ে যায় ব্রাজিল।

৭৩ মিনিটে আবারও গোল। আবারও গোলের উৎসদাতা নেইমার। এবার নেইমারের দেওয়া উড়ন্ত বল পেয়ে লাফিয়ে পঞ্চম গোল করেন বার্সেলোনা তারকা কৌতিনহো।

এই জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে গোল গড়ে শীর্ষে উঠেছে ব্রাজিল। বুধবার পেরুর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নামবেন নেইমাররা।

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago