কক্সবাজারে আত্মসমর্পণকারী ৫ ইয়াবা চোরাকারবারির জামিন

কক্সবাজার
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজার জেলার টেকনাফের আত্মস্বীকৃত ও আত্মসমর্পণকারী পাঁচ শীর্ষ ইয়াবা চোরাকারবারি জামিনে মুক্ত হয়েছেন। হাইকোর্ট থেকে জামিন পেয়ে গতকাল শুক্রবার ওই পাঁচ শীর্ষ ইয়াবা চোরাকারবারি নিজ এলাকায় ফিরে এসেছেন।

উচ্চ আদালতের আদেশে পাঁচ জন ইয়াবা চোরাকারবারি জামিনে মুক্তি পাওয়ার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম।

জামিনে মুক্ত হওয়া পাঁচ ইয়াবা চোরাকারবারি হলেন— স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা চোরাকারবারি টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার মৃত হাজী আবুল কাশেমের পুত্র নুরুল হুদা মেম্বার (৩৮) ও তার ভাই নুরুল কবির, টেকনাফের সাবরাং মুন্ডারডেইলের মো. হোসাইনের পুত্র মঞ্জুর আলী (৩৫), হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার মৃত রশিদ আহম্মদের পুত্র মাহবুব আলম (৩৬) এবং টেকনাফ সদরের নাইট্যং পাড়ার মৃত আবদুল খালেকের পুত্র মো. ইউনুছ (৪৮)।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি কক্সবাজারের টেকনাফে ১০২ জন ইয়াবা চোরাকারবারি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন। সে সময় তারা সাড়ে তিন লাখ ইয়াবা, ৩০টি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি জমা দেন। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি আত্মসমর্পণকারী ১০২ জন ইয়াবা চোরাকারবারি মধ্যে ১০১ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। একজন ইয়াবা চোরাকারবারির কারাগারে বন্দি অবস্থায় মৃত্যু হওয়ায় তাকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

3h ago