কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।
নিহত যুবকের নাম ফরিদ হোসেন (৪৫)। তিনি ওই গ্রামের মৃত ময়েন ফারাজির ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ওসি কামরুজ্জামান তালুকদার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ওই এলাকায় দুটি বিবাদমান দল রয়েছে। এর একটিতে নেতৃত্ব দেন স্থানীয়ভাবে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী, বাদশা মিয়া ও রেজা মন্ডল। অন্যপক্ষের নেতৃত্বে রয়েছেন রাশিদুল ও লাবু। তারাও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ও স্থানীয়ভাবে শক্তিশালী।’
‘সপ্তাহখানেক আগে দুই দলের লোকজনদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরে আজ সকাল ১০টার দিকে রাশিদুল-লাবু পক্ষের সমর্থকরা বাদশা ও রেজা মন্ডলের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। সে সময় উভয় পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ফরিদ হোসেন নামে এক ব্যক্তি মারা যায়‘, বলেন ওসি।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ফরিদ রাশিদুল-লাবু পক্ষের সমর্থক। এলাকায় বর্তমানে পুলিশ অবস্থান করছে।
Comments