নারী নির্যাতনের প্রতিবাদে মানিকগঞ্জে সুজনের মানববন্ধন
ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) মানিকগঞ্জ জেলা শাখার সদস্যরা।
আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ মানবন্ধনে সুজনের সদস্য ছাড়াও আরও অংশ নেন জাতীয় কণ্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, বিকশিত নারী নেটওয়ার্কসহ বেশ কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি নারী ও শিশু নির্যাতন বেড়ে গেছে। এসব বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাকে অবশ্যই যথাযথ আইনের প্রয়োগ করতে হবে। অপরাধী যেই হোকে, তাকে অপরাধী হিসেবে দেখে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইনের ফাঁক দিয়ে কোনোভাবেই যাতে অপরাধীরা বেড়িয়ে আসতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।
সুজন জেলা শাখার সভাপতি ও সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ ইন্তাজ উদ্দিন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কচি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মিল হাবিবুল্লাহ, জাতীয় মহিলা সংস্থা জেলা কার্যালয়ের চেয়ারম্যান লক্ষী চ্যাটার্জী, মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর সাবিহা হাবিব, বিকশিত নারী নেটওয়ার্কের সভাপতি তাজরানা ইয়াসমীন টুলুসহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা আয়োজনে অংশ নেন।
Comments