জাতীয় দলের মানের প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন তামিম
খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি প্রেসিডেন্ট’স কাপ। বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আশা করছেন, তিন দলের এই টুর্নামেন্টে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটের মতো প্রতিদ্বন্দ্বিতা হবে। এখানে ভালো করে তরুণ ক্রিকেটারদের জাতীয় দলের দরজায় কড়া নাড়ার সুযোগও দেখছেন তিনি।
টুর্নামেন্টের তিন অধিনায়ক তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্তর উপস্থিতিতে শনিবার উন্মোচিত হয়েছে বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ট্রফি। রাজধানীর একটি হোটেলে এই আয়োজনের পর গণমাধ্যমের মুখোমুখি হন তারা।
আগামীকাল রবিবার থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গড়াচ্ছে তিন দলের প্রস্তুতিমূলক ওয়ানডে টুর্নামেন্ট। অর্থাৎ প্রায় সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছে টাইগাররা। প্রতিটি দল একে অপরকে দুবার করে মোকাবিলা করবে। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৩ অক্টোবর। বৃষ্টি শঙ্কায় প্রতি ম্যাচের জন্যই রাখা হয়েছে রিজার্ভ ডে। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির। খেলা শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিট থেকে।
প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হলেও জমজমাট লড়াইয়ের প্রত্যাশায় আছেন তামিম, ‘আমার কাছে মনে হয় না যে, কেউ এটাকে কেবল প্রস্তুতি ম্যাচ বা একটা সাধারণ টুর্নামেন্ট বলে হিসাব করবে। আমার মনে হয়, আমরা জাতীয় দলে যতটা সিরিয়াস থাকি, বাংলাদেশের জন্য ম্যাচ খেলার সময়, ওই মানের প্রতিদ্বন্দ্বিতা হবে।’
জাতীয় দল ও এর আশেপাশে থাকা ক্রিকেটারদের সঙ্গে এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী যুবাদের। সবার জন্যই পারফর্ম করা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দেশসেরা ওপেনার, ‘ক্রিকেটে ফিরে এসেছি, এটা না চিন্তা করে এখান থেকে কিন্তু আমরা ব্যক্তিগতভাবে অনেক কিছু পেতে পারি। কারও যদি খুব ভালো একটা টুর্নামেন্ট হয়, সে যদি খুব ভালো ব্যাটিং করে বা খুব ভালো পারফরম্যান্স করে, তার জন্য জাতীয় দলের দরজা খুলে যেতে পারে, সেরকম কোনো তরুণ খেলোয়াড় যদি থাকে। অথবা তাকে নিয়ে চিন্তা-ভাবনা করাও হতে পারে। তাই আমার কাছে মনে হয়, এটা সবার জন্যই ভালো একটি সুযোগ। এই টুর্নামেন্টে ভালো করে, পারফর্ম করে নিজের জায়গা তৈরি করে নেওয়া।’
মাঠে দর্শক প্রবেশের অনুমতি নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ। এ প্রসঙ্গে তামিম বলেছেন, ‘দর্শক অবশ্যই মিস করব। কারণ, আমরা সাধারণত এমন ধরনের টুর্নামেন্ট খেলতে পারি না। জাতীয় দলের ব্যস্ত সূচি থাকে বা প্রিমিয়ার লিগে খেলি। এরকম ধরনের ওয়ানডে টুর্নামেন্ট, তিনটা দল ভাগ করে... খুব কমই হয়, কিন্তু আমার কাছে মনে হয়, যদি দেশের পরিস্থিতি ভালো থাকত, তাহলে দর্শকরা অনেক উপভোগ করতে পারত। তবে যা শুনছি, ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে খেলা দেখানো হবে, আমি মনে করি, তারা বাসায় বসে উপভোগ করতে পারবে।’
বিসিবি প্রেসিডেন্ট’স কাপের উদ্বোধনী ম্যাচে মাহমুদউল্লাহ একাদশ মুখোমুখি হবে শান্ত একাদশের। তামিম একাদশের প্রথম ম্যাচ আগামী মঙ্গলবার। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরে তাদের প্রতিপক্ষ মাহমুদউল্লাহ একাদশ।
Comments