সুনামগঞ্জে তরুণীকে অপহরণ ও ধর্ষণ মামলার ৬ আসামি রিমান্ডে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় তরুণীকে অপহরণ করে ধর্ষণ এবং পরবর্তীতে বৃদ্ধ পিতাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার ৬ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার দুপুরে সুনামগঞ্জ বিচারিক হাকিম শুভদীপ পালের আদালতে আসামিদের হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদন করেন। আদালত মামলার প্রধান আসামি শামীম মিয়াকে ৭ দিনের এবং অপর পাঁচ আসামি লিটন মিয়া, ইলাক উদ্দিন, আক্কা হোসেন, শাহ আলম খান ও কাজল মিয়াকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
সুনামগঞ্জ জেলা পুলিশের আদালত পরিদর্শক সেলিম নেওয়াজ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
গত ৫ অক্টোবর রাতে উপজেলায় এক ৬৫ বছর বয়সী বৃদ্ধকে মারধরের পর জানা যায় অভিযুক্ত শামীম ও অন্যান্যরা পূর্বে বৃদ্ধের মেয়েকে অপহরণ এবং ধর্ষণ করে। মাসখানেক পর আবারো খুঁজতে এসে মেয়েকে না পেয়ে বৃদ্ধ পিতাকে মারধর করে অভিযুক্ত শামীম ও অন্যান্যরা।
সেদিন রাতে ওই বৃদ্ধের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ পরদিনই এ ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে। পরদিন জগন্নাথপুর থানায় শামীম মিয়াসহ ছয় জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতক দমন আইনে একটি মামলা দায়ের করেন ওই বৃদ্ধ।
গত শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা থেকে মামলার মূল আসামি শামীম মিয়াকে আটক করে পুলিশ। পরে আজ তাকে এবং অন্য আসামিদেরও আদালতে হাজির করা হয়।
Comments