রংপুরে শিশু ধর্ষণচেষ্টাকারীকে গণধোলাই, পুলিশে সোপর্দ
রংপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাহিদার রহমান (৫০) নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
গতকাল রোববার সন্ধ্যায় নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম নীলকণ্ঠ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে সাহিদার রহমানকে আটক করেছে। সাহিদার ওই এলাকার মৃত নছর মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার বেলা সাড়ে ৫টার দিকে ওই এলাকার এক মাছ ব্যবসায়ীর পাঁচ বছর বয়সী মেয়েকে পাশের একটি ফুলের নার্সারিতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন সাহিদার। এসময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধারসহ সাহিদারকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
আটকের বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার এসআই মজনু মিয়া জানান, সাহিদারকে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Comments