ভারতীয় পর্যটক ভিসা দিতে আরও সময় লাগবে: নতুন হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ‘খুব শিগগির’ বিমান চলাচল পুনরায় শুরুর বিষয়ে তিনি আশাবাদী।
তবে তিনি জানান, করোনাভাইরাস মহামারির কারণে ভারতীয় পর্যটক ভিসা দিতে আরও ‘সময়’ লাগবে।
আজ সোমবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
হাইকমিশনার বলেন, ‘আমরা ইতোমধ্যে আমাদের ভিসা প্রক্রিয়া চালু করেছি। আমরা আমাদের বাংলাদেশি অংশীদারদের তাদের আবেদন পুনরায় শুরু করতে উৎসাহিত করছি। প্রায় সব ভিসা ক্যাটাগরিকে আওতায় আনা হয়েছে... আমি সব ভিসা পরিষেবা পুনরায় চালুর জন্য খুব চাপ দিয়ে যাচ্ছি।’
সাক্ষাৎ শেষে তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টনের বিষয়ে বাংলাদেশ ও ভারত আলোচনার মাধ্যমে সম্মানজনক সমাধানে দৃঢ়ভাবে আশাবাদী। ইতোমধ্যে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।
Comments