এখনো সংকটমুক্ত নন সৌমিত্র চট্টোপাধ্যায়

করোনায় আক্রান্ত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (৮৬) এখন সামান্য জ্বর আছে। কিন্তু, তার শারীরিক অবস্থার আর তেমন অবনতি হয়নি। হাসপাতাল থেকে বলা হয়েছে, তার অবস্থা আপাতত স্থিতিশীল। তবে, উদ্বেগ এখনো কাটেনি। এখনো পুরোপুরি সংকটমুক্ত নন এই অভিনেতা।
সৌমিত্র চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (৮৬) এখন সামান্য জ্বর আছে। কিন্তু, তার শারীরিক অবস্থার আর তেমন অবনতি হয়নি। হাসপাতাল থেকে বলা হয়েছে, তার অবস্থা আপাতত স্থিতিশীল। তবে, উদ্বেগ এখনো কাটেনি। এখনো পুরোপুরি সংকটমুক্ত নন এই অভিনেতা।

আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মস্তিষ্কের এমআরআইতে নেতিবাচক কোনোকিছু পাওয়া যায়নি। তার শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক নেই। তবে, চিকিৎসকদের আশা, ওষুধের মাধ্যমে তা নিয়ন্ত্রণে চলে আসবে। আজ তার ইকো, ইসিজি ও রক্ত পরীক্ষা করা হতে পারে। আরও একবার এমআরআই-ও করা হতে পারে।

আগামীকাল নতুন করে তার করোনা পরীক্ষাও করা হবে জানিয়েছে হাসপাতাল সূত্র।

গত ৬ অক্টোবর সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপরই তাকে দ্রুত বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজে সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। ১৯৫৯ সালে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার ছবিতে অভিনয় করেন। সত্যজিতের ৩৪টি সিনেমার ভেতর ১৪টিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সিনেমা ছাড়াও নাটক ও যাত্রায় অভিনয় করেছেন তিনি। আর অভিনয় ছাড়াও লেখালেখি ও আবৃত্তি করেন গুণী এই শিল্পী।

Comments

The Daily Star  | English
Tofazzal beaten to death at DU

Man beaten to death in DU hall

He was suspected to have stolen students' mobile phones

1h ago