বগুড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলায় প্রতিবেশীর বিরুদ্ধে নয় বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষককে ঘরে আটক করে রাখা হলেও তার এক চাচী তাকে পালাতে সাহায্য করেছে বলে অভিযোগ করেন শিশুর মা।
Child rape logo
স্টার অনলাইন গ্রাফিক্স

বগুড়ার শেরপুর উপজেলায় প্রতিবেশীর বিরুদ্ধে নয় বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষককে ঘরে আটক করে রাখা হলেও তার এক চাচী তাকে পালাতে সাহায্য করেছে বলে অভিযোগ করেন শিশুর মা।

এ ধর্ষণের ঘটনায় অভিযোগ তোলা হয়েছে উপজেলার বাবলু মিয়ার ছেলে রজিত হোসেনের (৩৬) বিরুদ্ধে।

ভুক্তভোগী শিশুর মা স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘গত তিন দিন আগে বাড়িতে একা পেয়ে রজিত আমার নয় বছর বয়সী মেয়েকে ধর্ষণ করলে সে অসুস্থ হয়ে পরে এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে। সমাজে সম্মানহানির ভয়ে এই ঘটনা কাউকে জানাইনি। কিন্তু আজ দুপুর ৩টার সময় মেয়েকে একা রেখে বাড়ির পাশে গাছের পাতা কুড়াতে গেলে রজিত আবার আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এই সময় মেয়ের চিৎকার শুনে ঘরে এসে রজিতকে দেখে বাহির থেকে তালা লাগিয়ে দেই। এরপরে তার চাচি নুরজাহান জোর করে দরজার শিকল খুলে রজিতকে পালিয়ে যেতে সাহায্য করে।’

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা ইতিমধ্যে অবগত আছি। ভুক্তভোগীর মায়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি অভিযোগ দায়ের করলেই আমরা রজিতকে ধরতে মাঠে নামবো।’

Comments

The Daily Star  | English

World Bank commits over $2b to support reform in Bangladesh

The country director informed that the WB can mobilise about $2 billion this fiscal year to support critical reforms, flood response, better air quality, and health

42m ago