মুক্তির কয়েক ঘণ্টায় দর্শক নজরে নুসরাত ফারিয়ার নতুন ভিডিও
চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’ ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজ বুধবার মুক্তি পেয়েছে। গানটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় এক লাখ ভিউ হয় গানটির।
গানটি তৈরি করেছেন কানাডার জনপ্রিয় র্যাপার-কম্পোজার মাস্টার ডি।
২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামের গান দিয়ে গায়িকা হিসেবে অভিষেক হয় নুসরাত ফারিয়ার। প্রথম গান ‘পটাকা’ প্রকাশের পর তাকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
নুসরাত ফারিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এটা সত্যিই ভালো লাগার মতো একটি বিষয় যে কয়েক ঘণ্টার মধ্যেই নতুন গানটি নজরে এসেছে দর্শকদের। আমার এক বছরের ফল পেয়ে গেছি তিন মিনিটের ভিডিওটিতে। গানটির ভিডিও অনেকে শেয়ার করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন।’
নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে আসেন ‘আশিকী’ ছবির মাধ্যমে। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিক’, ‘শাহেনশাহ’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।
Comments