ধর্ষণ চেষ্টা: লালমনিরহাটে কিশোরীর আত্মহত্যা
লালমনিরহাটের সদর উপজেলায় ধর্ষণ চেষ্টার শিকার ১৪ বছরের কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার নিজবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
কিশোরীর স্বজনেরা জানান, আসামিপক্ষের লোকজনের মানসিক নিপীড়নে গতকাল মঙ্গলবার আত্মহত্যা করে ওই কিশোরী।
পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয় যুবক হামিদুল ইসলাম ও নুর ইসলামের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা করেন কিশোরীর বাবা। মামলার প্রধান আসামী হামিদুল ইসলামকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আরেক আসামি নূর ইসলাম পলাতক।
কিশোরীর বাবা অভিযোগ করেন, মামলার পর থেকে আসামির পরিবারের লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ করে আসছে। মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ওই কিশোরী।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
তিনি বলেন, মামলা হওয়ার পর তিনি ওই কিশোরীর সঙ্গে দেখা করে তাকে সান্তনা দিয়ে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
Comments