ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে সাইকেল র্যালি
দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ ও বিচার দাবিতে নারায়ণগঞ্জ শহরে সাইকেল র্যালি করেছে শতাধিক সাইক্লিস্ট।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বঙ্গবন্ধু সড়কে র্যালিটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দুপুর ১২টায় শহীদ মিনারে এসে শেষ হয়।
প্রতিটি সাইকেলের সামনে ব্যানারে ইংরেজি ও বাংলা শব্দে লেখা ছিল, ২৪ ঘণ্টা ৭ দিন নিরাপত্তা নিশ্চিত কর, শিশু নির্যাতন বন্ধ কর, নারী শক্তির উৎস, সচেতন হোন, ভালোবাসতে শিখুন, আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই ইত্যাদি।
ঢাকার জুরাইন থেকে নারায়ণগঞ্জের সাইকেল র্যালিতে অংশ নেওয়া মিজানুর রহমান বলেন, ‘যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমাদের এগিয়ে আসতে হবে। আমরা সাইক্লিস্টরা যদি শুধুমাত্র আনন্দ রাইডেই সীমাবদ্ধ থাকি, তবে তা আমাদের জন্য লজ্জার। এজন্য এ প্রতিবাদে অংশ নিয়েছি।’
নারায়ণগঞ্জের নারী সাইক্লিস্টদের সংগঠন নভেরার সহপ্রতিষ্ঠাতা সুমনা আক্তার বলেন, ‘আমাদের সাইকেল এগিয়ে যাক এক নতুন সূর্যোদয়ের পথে। প্রতিষ্ঠিত হোক সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ।’
Comments