জাতির পিতার ছবি অবমাননা: নোবিপ্রবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে অন্য ব্যক্তির ছবি প্রদর্শন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
Noakhali NSTU.jpg
ছবি: স্টার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে অন্য ব্যক্তির ছবি প্রদর্শন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

ওই শিক্ষার্থীর নাম ফয়েজ আহমেদ। সে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।

বৃহস্পতিবার নোবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়েজ আহমেদ ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে অন্য ব্যক্তির ছবি প্রদর্শন করে ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আপত্তিকর মন্তব্য লেখে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা ও বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবোর্ডের জরুরি সভায় সিদ্ধান্তে ওই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। একই সাথে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এবং ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তা ৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এসব তথ্য নিশ্চিত করেছেন।

Comments

The Daily Star  | English

Age limit for govt job entry: 35yrs for men, 37 for women

A government committee has recommended raising the maximum age for applying for public service jobs to 35 years for men and 37 years for women.

7h ago