মাত্র ১১ খেলোয়াড় ফিট রয়েছেন পিএসজিতে!

ছবি: পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগে গত আসরে প্রথমবারের মতো ফাইনালে গেলেও শিরোপা ছোঁয়া হয়নি প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি)। চলতি মৌসুমে অধরা সে শিরোপা স্পর্শ করতে চায় দলটি। কিন্তু শুরুতেই বড় ধাক্কা খেয়েছে দলটি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেডের। কিন্তু তাদের বিপক্ষে নামার আগে দলের এক ঝাঁক খেলোয়াড় ইনজুরির কারণে আছেন মাঠের বাইরে। যে কারণে একাদশ তৈরি করতেই হিমশিম খাচ্ছেন কোচ টমাস টুখেল।

দুই মৌসুম আগে ইউনাইটেডের কাছে হেরেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছিল পিএসজি। সে ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি নেইমার। কিন্তু এবার সে দলটির বিপক্ষে দলের অনেক তারকাকে পাচ্ছে না দলটি। দলের মাত্র ১১ থেকে ১৩ জনের মতো খেলোয়াড় ফিট রয়েছেন বলে জানান পিএসজি কোচ, 'হয়তো আমাদের মাত্র ১১, ১২ কিংবা ১৩ জন খেলোয়াড় ফিট রয়েছে।'

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামার আগে আজ শুক্রবার লিগ ওয়ানের ম্যাচে নিমেসের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এ ম্যাচ নিয়ে দুশ্চিন্তাটা আর বেশি টুখেলের। কারণ সদ্যই জাতীয় দলের হয়ে খেলার পর ফিরেছেন দলের অনেক তারকা। ভ্রমণ ক্লান্তিও কাজ করছে অনেকের। টুখেলের ভাষায়, 'আমাদের নেইমার ও কিলিয়ানের (এমবাপে) দায়িত্ব নিতে হবে যারা গতকালও প্রায় ৯০ মিনিট খেলেছে। আর দক্ষিণ আমেরিকান অনেকটা পথ ভ্রমণ করে এসেছে।'

সব মিলিয়ে নিজেদের দুর্ভাগা ভাবছেন পিএসজি কোচ। তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি, 'আমাদের কিছুটা দুর্ভাগ্যও রয়েছে। ড্রাক্সলার ও মারকুইনোস ম্যানচেস্টারের বিপক্ষে খেলা নিয়েও সন্দেহ রয়েছে। কলিন দাগবার অনূর্ধ্ব-১৯ ক্যাম্পে (করোনাভাইরাস পরীক্ষায়) পজিটিভ এসেছে। নেগেটিভ আসলে সে স্কোয়াডের সঙ্গে যুক্ত হবে।'

ইনজুরির তালিকায় আর কারা আছেন জানিয়ে বলেন, 'কেহরারের বেশ কয়েক সপ্তাহ ধরে ইনজুরিতে। বেরনাত ও ইকার্দিও ইনজুরিতে। সপ্তাহ খানেক আগে ইকার্দি হাঁটুর লিগামেন্টের চোটে পড়েছে। যদিও এটা খুব গুরুতর নয় তবে সে নিমেস ও ম্যানচেস্টারের বিপক্ষে ম্যাচ মিস করবে। ভেরাত্তি ইতালিতে ইনজুরিতে পড়েছে এবং আমাদের চিকিৎসকদের পরামর্শে কাজ করছে।'

এছাড়া দানিলোকে নিয়ে সন্দেহ রয়েছে। কারণ জাতীয় দলের হয়ে খেলতে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে ছিলেন তিনি। গত মঙ্গলবার কোভিড-১৯ পজিটিভ হন রোনালদো। তাই মেডিক্যাল স্টাফদের পরামর্শে তাকে আলাদা রাখা হয়েছে বলে জানান টুখেল, 'আজকে দানিলো ফিরে এসেছে কিন্তু সে ক্রিস্তিয়ানো রোনালদোর সংস্পর্শে ছিল। তাই মেডিক্যাল স্টাফরা চাইছে সে যেন দলের সঙ্গে অনুশীলন না করে।'

সব মিলিয়ে তাই একাদশ তৈরি করাই কঠিন হয়ে গেছে পিএসজির। তবে ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগে নিমেসের বিপক্ষে পছন্দসই একাদশ খেলিয়ে নিজেদের ঝালিয়ে নিতে চান এ কোচ, 'আমরা অনেক খেলোয়াড়দের মিস করছি। এখন (নিমেসের) বিপক্ষে আমাদের শুরুর একাদশ তৈরি করা নিয়েই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। কারণ এটাই ম্যানচেস্টারের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে সেরা প্রস্তুতি।'

Comments

The Daily Star  | English
judges hammer

Court to deliver verdict on Magura child rape, murder case May 17

Judge M Zahid Hasan of the Magura Women and Children Repression Prevention Tribunal passed the order

17m ago