সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী হাসপাতালে
হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৯টায় তাকে নগরীর নূরজাহান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে নেওয়ার পর তার ইসিজি ও ইকোসহ অন্যান্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আছেন।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘শনিবার সকাল থেকে মেয়র জিন্দাবাজার ও চৌহাট্টা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরাসরি উপস্থিত থেকে তদারকি করছিলেন। হাসপাতালে নেওয়ার পর তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়।’
Comments