ইন্টারনেট বন্ধের হুমকিতে টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে তিন পক্ষের বৈঠক
রাস্তায় ঝুলন্ত ক্যাবল অপসারণের প্রতিবাদে কাল থেকে প্রতিদিন সারাদেশে তিন ঘণ্টা ইন্টারনেট বন্ধের ঘোষণার পর সমাধান খুঁজতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের সঙ্গে আলোচনায় বসছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানদের সংগঠন ও কেবল অপারেটররা।
আজ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর সভাপতি এম এ হাকিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা আমাদের দাবির বিষয়ে মন্ত্রী ও ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈঠক করব।’ বিকেল চারটায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
ইন্টারনেট বন্ধ থাকলে ব্যাংকিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রম স্তিমিত হওয়ার আশঙ্কায় এ বৈঠক হতে যাচ্ছে।
এর আগে, দক্ষিণ ঢাকায় ঝুলন্ত ক্যাবল অপসারণের পরিপ্রেক্ষিতে ১২ অক্টোবর ইন্টারনেট সেবাদানকারী ও ক্যাবল টিভি অপারেটররা ১৮ অক্টোবর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশে সেবা বন্ধ রাখার হুমকি দেয়।
আরও পড়ুন:
রোববার থেকে প্রতিদিন ৩ ঘণ্টা ইন্টারনেট ও ক্যাবল টিভিসেবা বন্ধ থাকবে
Comments