ধর্মঘট ডেকেছে নৌযান শ্রমিক ফেডারেশন
নৌপথে সন্ত্রাস বন্ধ এবং বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে নৌযান শ্রমিক ফেডারেশন।
ধর্মঘট সফল করতে শনিবার সকালে বরিশাল লঞ্চঘাট থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শ্রমিকরা।
১৯ অক্টোবর রাত ১২টা থেকে ধর্মঘট শুরু হওয়ার কথা জানিয়েছে নৌযান শ্রমিকদের এই সংগঠনটি।
বিক্ষুব্ধ শ্রমিক নেতারা জানান, তারা দীর্ঘ দিন ধরে কর্তৃপক্ষের কাছে ১১ দফা দাবি জানিয়ে আসছেন। এর আগে গত মার্চ মাসে তাদের আশ্বস্ত করা হয়েছিল দাবিগুলো মেনে নেয়ার জন্য কিন্তু তা আর বাস্তবায়ন হয়নি। এভাবে একাধিকবার তাদের আশ্বস্ত করা হলেও শেষ পর্যন্ত দাবি মানা হয়নি।
তাই আগামী ১৯ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। যত দিন তাদের দাবি মেনে নেওয়া না হবে তত দিন এ আন্দোলন চলবে বলে জানান শ্রমিক নেতারা।
Comments