মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর
মাদকের সঙ্গে জড়িত দলীয় নেতা-কর্মীসহ অন্যান্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ শনিবার বিকেলে পিরোজপুরের নাজিরপুরে পূজা উদযাপন পরিষদের এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘দিন দিন মাদকের ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে। তাই এখনই তা বন্ধের জন্য কঠোর উদ্যোগ নিতে হবে।’
পিরোজপুর থেকে চিরতরে সব ধরণের ইভটিজিং বন্ধ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘রাস্তাঘাটে নারীরা নিরাপদে চলাচল করবে। এতে কেউ বাধা হবে না।’
তিনি আরও বলেন, ‘সমাজে যারা সাম্প্রদায়িকতা ছড়ায়, দুর্বৃত্ত, লুট করে, অন্যের জমি দখল করে তাদের বিরুদ্ধে সবাইকে এক হতে হবে। আমাদের মধ্যে অজ্ঞতার কারণে আমরা নিজেরাই বিভেদ সৃষ্টি করি।’
নাজিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখরঞ্জন বেপারীর সভাপতিত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খানম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলার পূজামন্ডপগুলোতে প্রধানমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর নিজস্ব তহবিল, জেলা পরিষদ এবং
জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়।
Comments