পাবনায় প্রতিপক্ষের হামলায় ‘নকশাল সদস্য’ নিহত

পাবনার আটঘরিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলা মকবুল হোসেন (৪৫) নামে নকশাল বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মো. সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বলেন, অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

পাবনার আটঘরিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলা মকবুল হোসেন (৪৫) নামে নকশাল বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মো. সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বলেন, অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। গতকাল সন্ধ্যায় উপজেলার চান্দাই গ্রামে চান্দাই মাদরাসার কাছে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। মকবুল ওই গ্রামের রইচ উদ্দিনের ছেলে।

আসিফ মো. সিদ্দিক আরও বলেন, হামলায় আলম হোসেন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে আলম নকশাল বাহিনীর সদস্য হিসেবে আত্মসমর্পন করেন। পুলিশ এ ঘটনার তদন্ত করছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

The Daily Star  | English

Onion prices surge in Dhaka after India’s export ban extension

Retailers were selling the homegrown variety of onion at Tk 204 a kg at Karwan Bazar today, compared with Tk 130 on Thursday

28m ago