কমলাপুরে আবাসিক হোটেলে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ
রাজধানীর কমলাপুর এলাকায় আবাসিক হোটেল ইনসাফ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার মতিঝিল থানার উপপরিদশর্ক আব্দুল জলিল দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল সন্ধ্যায় হোটেলের চার তলায় ২২৭ নাম্বার রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, গত ১২ অক্টোবর আবুল কালাম নামে এক ব্যক্তি তার ছেলে সিফাতসহ হোটেলের ২৩৪ নাম্বার রুমে উঠেন। রেজিস্ট্রার খাতায় উল্লেখ করেছেন, তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। স্ত্রী রাগ করে ঢাকায় চলে আসায় তিনি খুঁজতে এসেছেন। ১৬ অক্টোবর আবুল কালাম তার স্ত্রীকে খুঁজে পাওয়া গেছে। এরপর তারা ২২৭ নাম্বার রুম ভাড়া নেন। গতকাল দুপুর ১টার দিকে হোটেল বয় খাটের ওপর অচেতন অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখেন।
রুমে দরজা খোলাই ছিল। মৃতের গলায় কালো দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকারীকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে— বলেন আব্দুল জলিল।
Comments