দীঘি নায়িকা হিসেবে পর্দায় আসবেন কোন ছবিতে?
এবার দীঘির নতুন নায়ক হলেন বাপ্পী চৌধুরী। ‘তুমি আছো তুমি নেই’ নামে একটি ছবির মাধ্যমে একসঙ্গে দেখা যাবে এই দুজনকে। ইতোমধ্যে তারা চুক্তিবদ্ধ হয়েছেন ছবিটার জন্য। সিনেমাটি পরিচালনা করবেন দেলোয়ার জাহান ঝন্টু।
শিশুশিল্পী হিসেবে এক সময়ের আলোচিত মুখ প্রার্থনা ফারদিন দীঘি বর্তমানে স্টামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন। অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল নায়িকা হয়ে আসছেন চলচ্চিত্রে। ইতোমধ্যে কয়েকটি ছবিতে নায়িকা হিসেবে শুটিং শুরু করেছেন। এখন দেখার বিষয় দীঘি নায়িকা হিসেবে পর্দায় আসবে কোন ছবিতে।
ছবিটির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নতুন ছবির শুটিং আগামী নভেম্বর মাস থেকে শুরু করবো। এক টানা সিনেমার শুটিং শেষ করার ইচ্ছা রয়েছে। ঢাকার বাইরে একটা লোকেশনে ছবির কাজ হবে। “তুমি আছো তুমি নেই” ছবিটি আগামী বছরে মুক্তি পাবে।’
Comments