এবার ফরিদপুরের ভাঙ্গায় ১৪৪ ধারা জারি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরে আজ রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার একই স্থান ও সময়ে দুই দলের সমাবেশ ডাকায় ফরিদপুরের সদরপুরে ১৪৪ ধারা জারি করা হয়েছিল।
ভাঙ্গা উপজেলা প্রশাসন আজ সকাল থেকেই ১৪৪ ধারার বিষয়ে মাইকিং করে।
১৪৪ ধারা জারি করা পত্রে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান উল্লেখ করেন, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তার আশাপাশের এলাকায় সভা, সমাবেশ, র্যালি অনুষ্ঠিত হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা থাকায়, আমি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ভাঙ্গা, ফরিদপুর ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ মতে আমার উপর অর্পিত ক্ষমতা বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তৎসংলগ্ন এলাকায় ১৮ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমর্থকরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তার বিরুদ্ধে হওয়া মামলার প্রতিবাদে আজ রবিবার মানববন্ধন করবে। পাশাপাশি মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন সংসদ সদস্যের বিরুদ্ধে একই স্থানে মানববন্ধনের জন্য আবেদন করে। এ অবস্থায় শান্তি ভঙ্গের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছি।’
ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহর সর্মথক আকরামুজ্জামান রাজা বলেন, ‘ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার মুক্তিযোদ্ধার সন্তান। এমপি নিক্সন চৌধুরী তাকে রাজাকার বলায় আমাদের ভ্রাতৃপ্রতীম সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে মানববন্ধনের অনুমতি চেয়ে আবেদন করা হয়। প্রশাসন ১৪৪ ধারা জারি করায় আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করেছি।’
ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিক্সন চৌধুরীর সর্মথক সাহাদাত হোসেন বলেন, ‘আজ আমাদের কোন মানববন্ধন কর্মসূচি ছিল না। ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।’
Comments