সাতক্ষীরায় একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চার জনকে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ রোববার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
সিআইড জানায়, গতকাল সাতক্ষীরার কলারোয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রেহানুলকে আজ সাতক্ষীরা আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৪ অক্টোবর সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একই পরিবারের চার জনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে ১৫ অক্টোবর সাতক্ষীরার কলারোয়া থানায় একটি মামলা করা হয়। মামলা নং-১৪।
এ ঘটনায় নিহত চার জন হলেন— শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩৫), ছেলে সিয়াম হোসেন (১০) ও মেয়ে তাসলিমা (৮)। তাদের বাড়ি কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিশাগ্রামে।
Comments