ফোনে ডেকে নিয়ে হত্যা
ফেনীতে এক যুবককে ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে হত্যাকাণ্ডের শিকার সালমান হোসেন শিপন (২৫) উপজেলার কাজিরবাগ ইউনিয়নের পূর্ব রুহিতিয়া গ্রামের মৃত মো. শহিদুল ইসলামের ছেলে।
এ ঘটনায় নিহত যুবকের মা সেলিনা বেগম ফেনী সদর মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত সালমান হোসেন ঢাকায় স্যানিটারি ফিটিংসের কাজ করতেন। চার দিন আগে বাড়ি আসেন। শনিবার সন্ধ্যায় কেউ তাকে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত ১১টা পর্যন্ত ফিরে না আসায় পরিবারের লোকজন তার খোঁজ শুরু করেন। রোববার দুপুরে পুলিশ তার বাড়ির পাশের একটি পরিত্যক্ত শৌচাগারের পেছন থেকে মরদেহ উদ্ধার করে। সেলিনা বেগম সেখানে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওমর হায়দার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন দুর্বৃত্তরা তাকে পিটিয়ে, দুই হাতের রগ কেটে, ঘাড় ভেঙে মৃত্যু নিশ্চিত করেছে। পুলিশ তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
Comments