বাগেরহাটে শিশু ধর্ষণ: ৭ দিনে রায়, ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

আদালতের রায় শেষে আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।

বাগেরহাটের মংলা উপজেলায় এক শিশুকে ধর্ষণের অপরাধে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলা আদালতে আসার সাত কার্যদিবসের মধ্যে এই রায় ঘোষণা করা হয়।

বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর জেলা ও দায়রা জজ মো. নূর-ই-আলম আজ সোমবার দুপুরে এই রায় দেন।

আসামি আব্দুল মান্নান সরদারকে (৫৩) ২০ হাজার টাকা জরিমানাও করেছেন বিচারক।

আদালত সূত্রে জানা যায়, মংলার মাকর্ডন গ্রামের আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা আবদুল মান্নান সেখানকারই বাসিন্দা সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেন গত ৩ অক্টোবর।

ঘটনার রাতেই শিশুটির মামা মামলা দায়ের করলে পুলিশ আসামি আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে।

জুডিশিয়াল আদালত মামলাটি বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ রেফার করেন গত ১১ অক্টোবর। ট্রাইব্যুনাল ওই দিনই মামলা আমলে নিয়ে পরের দিন অভিযোগ গঠন করে। এরপর গত ১৩ অক্টোবর বাদীপক্ষের ১৬ জনের সাক্ষ্য এবং পরের দিন চিকিৎসক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ সদস্য ও তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হয়।

১৫ অক্টোবর অভিযুক্তের সাফাই সাক্ষ্য নেওয়া হয়। গতকাল রোববার উভয় পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে বিচারক রায় ঘোষণার জন্য আজকের তারিখ ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের রণজিৎ কুমার মণ্ডল বলেন, ‘আমরা এই রায়ে আমরা খুশি। এটি ধর্ষকদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’

শিশুটির মা ও মামাও এই রায় নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

আসামিপক্ষের আইনজীবী লিয়াকত হোসেন জানান, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

6h ago