বান্দরবানে পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

বান্দরবানে তৈরি পোশাক কারখানার এক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্টার অনলাইন গ্রাফিক্স

বান্দরবানে তৈরি পোশাক কারখানার এক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার রাতে লাঙ্গী পাড়া এলাকার মো. রফিক (২৫) ও মো. জিহাদকে (১৮) গ্রেপ্তার করা হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন বান্দরবান সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোহাগ রানা।

তিনি জানান, ভুক্তভোগী নারী (২৫) গতকাল সন্ধ্যায় বান্দরবান সদর থানায় জয়নাল নামের আরও একজনসহ রফিক এবং জিহাদকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করার পর এই দুজনকে গ্রেপ্তার করা হয়।

মামলার প্রধান আসামি জয়নাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাঙ্গী পাড়ার পাহাড়ি এলাকায় ওই নারীকে ফোন করে ডেকে নিয়ে যান। পরে রফিক ও জিহাদ ঘটনাস্থলে পৌঁছলে তিন জন মিলে ওই নারীকে ধর্ষণ করেন বলে জানান এই কর্মকর্তা।

ওই নারী এবং অভিযুক্ত তিন আসামি একে অপরের প্রতিবেশী, যারা বান্দরবান পৌরসভার লাঙ্গী পাড়া এলাকায় বসবাস করেন বলে জানান তিনি।

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আসামিরা ঘটনাটির ভিডিওধারণ করেন এবং কারও কাছে প্রকাশ করলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে ওই নারীকে হুমকি দেন।’

পুলিশ জয়নালকে গ্রেপ্তারের চেষ্টা করছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

9h ago