ট্রাম্প-বাইডেন চূড়ান্ত বিতর্ক: শৃঙ্খলা রক্ষায় মাইক্রোফোন বন্ধের উদ্যোগ

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যকার চূড়ান্ত বির্তকে প্রতিটি প্রার্থীকে নিরবচ্ছিন্নভাবে কথা বলতে দেওয়ার জন্য মাইক্রোফোন বন্ধ করে দেওয়ার নিয়ম চালু করা হয়েছে।

সোমবার আয়োজকরা জানান, প্রথম বিতর্কের মতো বিশৃঙ্খলা এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার টেনেসির ন্যাশভিলে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে চূড়ান্ত বিতর্ক অনুষ্ঠিত হবে। প্রেসিডেনশিয়াল বিতর্কটি ৩ নভেম্বর ভোটগ্রহণ শেষ হওয়ার আগে ভোটারদের কাছে পৌঁছানোর শেষ সম্ভাবনাগুলোর মধ্যে একটি।

প্রেসিডেন্সিয়াল ডিবেটস কমিশন জানায়, বৃহস্পতিবারের বিতর্কে প্রত্যেক প্রার্থী ১৫ মিনিট করে ছয়টি বিভাগে মোট ৯০ মিনিট বিতর্ক করবেন। ১৫ মিনিট উত্তর দেওয়ার সময় শুরুর দুই মিনিট উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য অন্য প্রার্থীর মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হবে।

প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দল ইতোমধ্যেই বিতর্কের নিয়ম পরিবর্তনের বিষয়ে আপত্তি জানিয়েছে।

ট্রাম্পের প্রচারণা ব্যবস্থাপক বিল স্টেপিয়েন বলেন, ‘পক্ষপাতদুষ্ট কমিশন নিজেদের পছন্দের প্রার্থীকে সুযোগ-সুবিধা দেওয়ার জন্য শেষ মুহূর্তে নিয়ম পরিবর্তন করেছে। তবে, এ নিয়ে বিবেচনা না করে প্রেসিডেন্ট ট্রাম্প জো বাইডেনের সঙ্গে বিতর্ক করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিন কোটির বেশি মার্কিন নাগরিক ইতোমধ্যেই তাদের ভোট দিয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর প্রথম বিতর্ক অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়।

বিবিসি জানায়, গত কয়েক বছরের মধ্যে এটি ছিল হোয়াইট হাউসের সবচেয়ে বিশৃঙ্খল ও আক্রমণাত্মক বিতর্কের একটি।

পুরো অনুষ্ঠানজুড়ে ট্রাম্পকে আক্রমণাত্মক ভূমিকায় দেখা যায়। প্রতিদ্বন্দ্বী বাইডেনকে ব্যক্তিগত আক্রমণও করেন তিনি।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে তিনটি নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রেসিডেনশিয়াল ডিবেট কমিশন স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠান বাতিল করে।

আয়োজকরা জানান, করোনা আক্রান্ত ট্রাম্প ভার্চুয়ালি বির্তকে অংশ নিতে রাজি না হওয়ায় ১৫ অক্টোবরের বিতর্ক বাতিল করা হয়েছে।

ট্রাম্পের শারীরিক অবস্থা বিবেচনা করে ভার্চুয়ালি বির্তকের আয়োজন করার পরিকল্পনা করলেও ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন। জো বাইডেনকে সুবিধা দিতে ভার্চুয়াল বিতর্কের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ট্রাম্প।

সেসময় ট্রাম্প বলেন, ‘এমন বিতর্ক করে আমি সময় নষ্ট করতে চাই না। কম্পিউটারের সামনে বসে বিতর্ক করা হাস্যকর।’

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL ban with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

1h ago