১১ দফা দাবিতে ডাকা ধর্মঘটে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ

নৌযান শ্রমিকদের নিয়োগপত্র ও সার্ভিস বুক প্রদান, খাদ্য ভাতা প্রদান, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে সারা দেশে নৌযান চলাচল বন্ধ আছে। আজ মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট শুরু হয়।
বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল অঞ্চলের সভাপতি শেখ আবুল হাসেম দ্য ডেইলি স্টারকে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, ধর্মঘটের কারণে কীর্তন খোলা নদীর পূর্ব পাড়ে ওয়েল ট্যাংকার, কার্গো নোঙর করে রাখা হয়েছে।
শ্রমিকদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে, নৌযান শ্রমিকদের পরিচয়পত্র, নিয়োগপত্র ও সার্ভিস বুক প্রদান; শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা; সকল শ্রমিকদের খাদ্য ভাতা প্রদান করা; ভারতগামী জাহাজের ল্যান্ডিং পাসসহ সেখানে থাকার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা; নদীপথে সকল ধরনের চাঁদাবাদি-সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা; নদীর নাব্যতা রক্ষা করা; পরীক্ষা বোর্ডের দুর্নীতি ও মেরিন কোর্টের হয়রানি বন্ধ করা; কথায় কথায় শ্রমিক নির্যাতন বন্ধ ও প্রভিডেন্ট ফান্ড চালু করা; জাহাজে কর্মরত অবস্থায় শ্রমিকরা মৃত্যুবরণ করলে তাদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করা।
Comments