অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে হবিগঞ্জে অনির্দিষ্টকালের ধর্মঘট
ঢাকা-সিলেট মহাসড়ক এবং আঞ্চলিক সড়কগুলোতে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।
আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে হবিগঞ্জ-সিলেট রুটে দুই সংগঠনের বাস-মিনিবাস চলাচল বন্ধ আছে।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় দ্য ডেইলি স্টারকে বলেন, অবৈধ যান চলাচলের কারণে মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। যে কারণে আমাদের সংগঠন ধর্মঘটের ডাক দিয়েছে।
তিনি আরও বলেন, আগাম টিকিট বিক্রি করা হয়েছিল বলে দু’দিন ঢাকা-হবিগঞ্জ রুটে বাস চলবে। এরপর সেগুলোও বন্ধ করে দেওয়া হবে।
Comments