চ্যাম্পিয়ন্স লিগ জয়ে ‘ফেভারিট’ নয় বার্সেলোনা: কোমান

koeman
ছবি: টুইটার

‘ফেভারিট’ তকমা গায়ে মেখে প্রতি বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেয় বার্সেলোনা। এবারও তাদেরকে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের শিরোপা জয়ের অন্যতম দাবিদার মনে করা হচ্ছে। কিন্তু এই আলোচনায় আগ্রহ নেই দলটির কোচ রোনাল্ড কোমানের। তার মতে, সাম্প্রতিক সময়ে মাঠ ও মাঠের বাইরে যা যা ঘটেছে, সেসবের আলোকে বার্সাকে ‘ফেভারিট’ ধরা যায় না।

মঙ্গলবার শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম। ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে হাঙ্গেরির ক্লাব ফেরেন্সভারোসের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়।

barcelona
ছবি: টুইটার

মাঠের লড়াইয়ে নামার আগে সংবাদ সম্মেলনে কোমান বলেছেন, প্রতিযোগিতায় কাতালানরা ‘ফেভারিট’ না হলেও অনেক দূর যাওয়ার সামর্থ্য রাখে, ‘বার্সেলোনার হয়ে আপনাকে সবসময় শিরোপা জয়ের জন্য লড়াই করতে হবে, সেটা লা লিগায় হোক কিংবা ইউরোপে। কিন্তু সবখানেই শক্তিশালী দল রয়েছে এবং আপনাকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। (গত কয়েক মাসে ক্লাবে) যা যা ঘটেছে তার প্রেক্ষিতে চ্যাম্পিয়ন্স লিগে আমরা ফেভারিট নই, তবে অনেক দূর যেতে পারি।’

চলমান লা লিগায় শুরুটা দুর্দান্ত হলেও শেষ দুই ম্যাচে হতাশ করেছে বার্সেলোনা। সেভিয়ার সঙ্গে ড্র করার পর গেতাফের কাছে হেরেই গেছে তারা। অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতিটা মোটেও ভালো হয়নি তাদের। তবে তাদের জন্য স্বস্তির ব্যাপার হলো, ‘জি’ গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ জুভেন্টাস ও দিনামো কিয়েভের চেয়ে ফেরেন্সভারোস অনেক সহজ প্রতিপক্ষ। তারপরও সাবধানী কোমান।

প্রতিপক্ষকে সমীহ করছেন জানিয়ে নেদারল্যান্ডসের সাবেক কোচ যোগ করেছেন, ‘আমরা একটি কঠিন দলের (মুখোমুখি হওয়ার) প্রত্যাশা করছি। এখন আর কোনো সহজ ম্যাচ নেই। আমাদেরকে সুযোগ তৈরি করতে হবে। আমরা প্রতিপক্ষকে নিয়ে বিচার-বিশ্লেষণ করেছি এবং তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তাদের  খেলার গুণগত মানে আমাদের ছেদ টানতে হবে। তারা রক্ষণে ভালো এবং তাদের আক্রমণভাগে ভালো খেলোয়াড় রয়েছে।’

messi
ছবি: টুইটার

চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুম থেকে বার্সা বিদায় নিয়েছিল বিব্রতকরভাবে। পর্তুগালের রাজধানী লিসবনে এক লেগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা। হারের পর কিকে সেতিয়েনকে বিদায় করে কোচের দায়িত্ব দেওয়া হয় কোমানকে। এর দিন কয়েক পরে তৈরি হয়েছিল উত্তাল পরিস্থিতি। ক্লাবের কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে লিওনেল মেসি ছিন্ন করতে চেয়েছিলেন বার্সার সঙ্গে তার দীর্ঘ দুই দশকের বন্ধন। সমর্থকদের মধ্য থেকে দাবি উঠেছিল সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের পদত্যাগেরও।

ওই টালমাটাল অবস্থার অবসান ঘটেছে এবং সেসব নিয়ে কথা বাড়াতে চান না কোমান। তার সব মনোযোগ ফেরেন্সভারোসের বিপক্ষে ম্যাচের দিকে, ‘আমি জানি না (গত মৌসুমে) কীসের ঘাটতি ছিল। আমি সেখানে ছিলাম না। যদি আমি এই মৌসুমে ব্যর্থ হই, তাহলে আমি উত্তর দিতে পারব। একটা হারের পর জয়ে ফেরাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চ্যাম্পিয়ন্স লিগে আমরা প্রথম ম্যাচ খেলতে যাচ্ছি। ঘরের মাঠে জেতা গুরুত্বপূর্ণ এবং প্রতিপক্ষের মাঠেও।’

Comments

The Daily Star  | English
sirens sound in israel after iran missile attack

Sirens sounded after missiles launched from Iran, says Israeli army

Trump to decide within two weeks on possible military involvement

15h ago