ফেনীতে বেড়াতে এসে ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ২
ফেনীতে বেড়াতে আসা এক কিশোরীকে দু দফায় ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ফেনী সদর উপজেলার দেওয়ান গঞ্জ ও ফতেহপুর এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
পরদিন ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওই কিশোরীর শারীরিক পরীক্ষা হয়েছে। মঙ্গলবার এই মামলার দুই আসামি মো. রিয়াদ ও ছোটন চন্দ্র শীল ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন ও ধ্রুব জ্যোতি পালের আদালতে ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
ধর্ষণের অভিযোগকারী ওই কিশোরীর বাড়ি রাঙ্গামাটি। চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় বোনের বাসা থেকে গত রোববার রাতে সে ফেনী আসে। ফেনীর বিসিক শিল্প নগরী এলাকায় এক বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা ছিল তার। রাতে মহিপালে বাস থেকে নামার পর প্রথমে রিকশা চালক মো. রিয়াদ ও পরে নরসুন্দর ছোটন চন্দ্র শীল তাকে ধর্ষণ করেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ওই কিশোর ধর্ষণ ও ধর্ষণের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার দুইজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ধর্ষণের কথা স্বীকার করেছে। তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
Comments