জাহানারাকে কয়েক ধাপ এগিয়ে দিবে আইপিএল

প্রথমবার আইপিএলে গিয়ে বেশ নাম কুড়িয়েছিলেন জাহানারা আলম। বাংলাদেশের এই পেস অলরাউন্ডার ভেলোসিটির হয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। এবার আবার একই দলের হয়ে আইপিএল খেলতে যাচ্ছেন তিনি। এবারের টুর্নামেন্টের পর খেলোয়াড় হিসেবে নিজের বড় একটা উন্নতির আশা দেখছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের বড় তারকা।
salma khatun- jahanara alam
ছবি: ফিরোজ আহমেদ

প্রথমবার আইপিএলে গিয়ে বেশ নাম কুড়িয়েছিলেন জাহানারা আলম। বাংলাদেশের এই পেস অলরাউন্ডার ভেলোসিটির হয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। এবার আবার একই দলের হয়ে আইপিএল খেলতে যাচ্ছেন তিনি। এবারের টুর্নামেন্টের পর খেলোয়াড় হিসেবে নিজের বড় একটা উন্নতির আশা দেখছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের বড় তারকা।

বুধবার আইপিএল খেলতে সতীর্থ সালমা খাতুনের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবেন জাহানারা। প্রথমবার আইপিএলে সুযোগ পাওয়া সালমা খেলবেন ট্রেইলব্লেজার্স দলে।

যাওয়ার আগের দিন ভিডিও বার্তায় জাহানারা জানান, আরও একবার ভেলোসিটির মতো দলে ডাক পেয়ে তিনি ভীষণ রোমাঞ্চিত। আবারও সেরাটা নিংড়ে দিতে চান। আর তা করতে পারলে ক্যারিয়ারে বড় একটা উন্নতির আশা দেখছেন তিনি, ‘আইপিএল অনেক বড় প্লাটফর্ম। এই প্লাটফর্মে খেলার সুযোগ হয় না। সেদিক থেকে আমি ভাগ্যবতী। বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলা, ড্রেসিং রুম শেয়ার করা। এই অভিজ্ঞতা দেশে এসেও কাজে লাগাতে পারব। আমার মনে হয় এই টুর্নামেন্ট খেলার পর আমি কয়েক ধাপ এগিয়ে যাব। ’

এবার করোনাভাইরাসের কারণে ছেলেদের মতো মেয়েদের আইপিএলও সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বড় মঞ্চে নিজেকে তুলে ধরতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন জাহানারা, ‘প্রস্তুতি খুব ভাল। আইপিএল সামনে রেখে বিসিবি যে ধরণের সুবিধা দিয়েছে, বিশেষ করে ফ্লাইড লাইটের নিচে অনুশীলনের সুযোগ, কোচ দেওয়া। বোলিং নিয়ে আলাদা কাজ করতে পেরেছি। আশা করছি আইপিএলে সেটা করে দেখাতে পারব। ’

আগেরবার ফাইনালে গিয়ে শেষ মুহূর্তে হেরেছিলেন। এবার শিরোপার মুকুট মাথায় পরেই দেশে ফেরার ইচ্ছা নারীদের ক্রিকেটে দেশসেরা পেসারের,  ‘নির্দিষ্ট কোন লক্ষ্য নেই। দলে অবদান রাখতে চাই।  গতবার যেটা হয়েছে ফাইনালে গিয়ে আমরা চ্যাম্পিয়নের কাছে গিয়েছিলাম। আবার যদি সেরকম পরিস্থিতি আসে তাহলে চেষ্টা করব সেরাটা দিয়ে দলকে জয় পাইয়ে দিতে।’

টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের অধিনায়ক সালমার লক্ষ্য, নিজের পারফরম্যান্সে দেশকে তুলে ধরার, ‘আইপিএলে সুযোগ পেয়ে খুশি লাগছে। চাইব আমার পারফরম্যান্স দিয়ে যেন দেশের সুনাম আনতে পারি।’

৪ নভেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সুপারনোভাস ও ভেলোসিটির ম্যাচ দিয়ে শুরু হবে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। একই ভেন্যুতে পরদিন জাহানারা ভেলোসিটির বিপক্ষে নামবে সালমার ট্রেইলব্লেজার্স। রাউন্ড রবিন লিগে খেলার পর সেরা দুই দল ৯ নভেম্বর খেলবে ফাইনালে।

দুবাই পৌঁছে আর সবার মতো বাংলাদেশের দুই ক্রিকেটারকেও থাকতে হবে বাধ্যতামূলক ৬ দিনের কোয়ারেন্টিনে। এরপর জৈব সুরক্ষিত বলয়ের মধ্যে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে খেলবেন তারা।

Comments

The Daily Star  | English

Culprits of Khagrachhari, Rangamati violence will be brought to book: CA office

High-powered probe body to be formed; home adviser to visit Khagrachharai and Rangamati tomorrow

3h ago