মৃত্যু ১১ লাখ ২৩ হাজার, আক্রান্ত ৪ কোটি ৭ লাখ

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মারা গেছেন ১১ লাখ ২৩ হাজার ৯৬৭ জন। আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৭ লাখ ২৮ হাজার ৩৭১ জন।
Coronavirus
ছবি: রয়টার্স ফাইল ফটো

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মারা গেছেন ১১ লাখ ২৩ হাজার ৯৬৭ জন। আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৭ লাখ ২৮ হাজার ৩৭১ জন।

এই ভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মারা গেছেন ২ লাখ ২০ হাজার ৯৯২ জন। সেখানে আক্রান্ত হয়েছেন ৮২ লাখ ৭২ হাজার ৪২৭ জন।

আজ বুধবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনসের তথ্য মতে, এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৮৩৭ জন। আক্রান্ত হয়েছেন ৫২ লাখ ৭৩ হাজার ৯৫৪ জন।

আক্রান্তের দিক দ্বিতীয় অবস্থানে থাকলেও মৃত্যুর দিক থেকে ভারত রয়েছে তৃতীয় অবস্থানে। দক্ষিণ এশিয়ার এই দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৫ লাখ ৯৭ হাজার ৬৩ জন। মারা গেছেন ১ লাখ ১৫ হাজার ১৯৭ জন।

মৃত্যুর দিক থেকে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে মেক্সিকো ও যুক্তরাজ্য। মেক্সিকোতে মারা গেছেন ৮৬ হাজার ৮৯৩ জন এবং যুক্তরাজ্যে মারা গেছেন ৪৪ হাজার ৫৭ জন।

আক্রান্তের সংখ্যা বিবেচনায় চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে রাশিয়া ও আর্জেন্টিনা। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ২২ হাজার ৭৭৫ জন এবং মারা গেছেন ২৪ হাজার ৪৭৩ জন।

দক্ষিণ আমেরিকার অপর দেশ আর্জেন্টিনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১৮ হাজার ৯৯৯ জন এবং মারা গেছেন ২৭ হাজার ১০০ জন।

Comments

The Daily Star  | English

WB agrees to provide budget support to Bangladesh, says Salehuddin

The WB has agreed to provide budget support to Bangladesh to address its economic challenges, largely stemming from declining foreign exchange reserves, Finance and Commerce Adviser Salehuddin Ahmed said today.

2h ago