ধর্ষণ-নিপীড়ন বন্ধসহ ৯ দফা দাবিতে শাহবাগে অবরোধ

Anti-Rape_Protest_21Oct20.jpg
ধর্ষণ-নিপীড়ন বন্ধে নয় দফা দাবি এবং ঢাকা থেকে নোয়াখালীতে লংমার্চে হামলার প্রতিবাদে শাহবাগ মোড় অবরুদ্ধ করেছেন বামপন্থী সংগঠনের নেতা-কর্মীরা। ছবি: প্রবীর দাশ

ধর্ষণ-নিপীড়ন বন্ধে নয় দফা দাবি এবং ঢাকা থেকে নোয়াখালীতে লংমার্চে হামলার প্রতিবাদে শাহবাগ মোড় অবরুদ্ধ করেছেন বামপন্থী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার সকাল সাড়ে ১১টা দিকে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে জাতীয় জাদুঘরের সামনে তারা সমবেত হতে শুরু করেন।

Anti-Rape_Protest_1_21Oct20.jpg
সাড়ে ১১টা দিকে জাতীয় জাদুঘরের সামনে নেতা-কর্মীরা সমবেত হতে শুরু করেন। ছবি: প্রবীর দাশ

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টার’র আলোকচিত্রী এ তথ্য জানিয়েছেন। জাতীয় জাদুঘরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতা-কর্মীরা মিছিল করেন। মিছিল শেষে দুপুর ১২টার দিকে বামপন্থী সংগঠনগুলো নেতা-কর্মীরা শাহবাগ মোড় অবরুদ্ধ করেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

Anti-Rape_Protest_3_21Oct20.jpg
‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ চলছে। ছবি: প্রবীর দাশ

তাদের নয় দফা দাবির মধ্যে রয়েছে, ফেনীতে ধর্ষণ বিরোধী লংমার্চে পুলিশ-ছাত্রলীগ-যুবলীগের হামলা এবং পাহাড়-সমতলে অব্যাহত নারী ধর্ষণের বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

4h ago