সীমান্ত পেরিয়ে চলে আসা চীনা সেনাকে ফিরিয়ে দিল ভারত
পথ ভুল করে সীমান্ত অতিক্রম করে চলে আসা চীনের এক সেনাকে আটকের পর ফিরিয়ে দিয়েছে ভারত।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, আজ বুধবার সকালে তাকে চীনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত সোমবার চীনের ওই সেনাকে লাদাখের ডেমচক এলাকা থেকে আটক করে ভারতীয় সেনারা।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের পর চীনের গণমুক্তি ফৌজের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার রাতে চীনের এক কর্মকর্তা বিবৃতিতে জানান, ‘স্থানীয় এক পশুপালককে তার চমরী গাই ফিরে পেতে সাহায্য করার সময় ওই সেনা হারিয়ে যায়।’
ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে, আটকের পর তাকে উচ্চতাজনিত বিরূপ আবহাওয়ার কারণে অক্সিজেনসহ চিকিৎসা সহায়তা, খাবার ও গরম পোশাক দেওয়া হয়।
গত জুনে বিতর্কিত সীমান্ত অঞ্চল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর থেকে সীমান্তে উভয় দেশই হাজার হাজার সেনা মোতায়েন করেছে। সমঝোতায় পৌঁছাতে কয়েক দফা বৈঠকের পরও সীমান্তে দুই দেশের উত্তেজনা এখনো অব্যাহত আছে।
Comments