রাঙ্গামাটিতে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টায় গ্রেপ্তার ২
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় এক কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গতকাল সন্ধ্যায় উপজেলার বাঙ্গালহালিয়া ডাকবাংলো এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় একা পেয়ে দুই জন চালক তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তিনি চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে নিজেকে রক্ষা করেন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে।
ইকবাল বাহার চৌধুরী আরও বলেন, রাতেই ভুক্তভোগী কলেজছাত্রীর বাবা বাদী হয়ে চন্দ্রঘোনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪)(খ)/৩০ ধারায় মামলা করেছেন। স্থানীয় বাসিন্দা ও সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সহায়তায় রাত ১০টার দিকে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে।
Comments