আলোচিত ছবি ‘টেনেট’ ও ‘মুলান’ স্টার সিনেপ্লেক্সে

Mulan and Tenet-1.jpg
‘টেনেট’ ও ‘মুলান’ ছবির পোস্টার। ছবি: সংগৃহীত

আবার সরব হয়ে উঠছে দর্শকদের প্রিয় স্টার সিনেপ্লেক্স। করোনাভাইরাস মহামারির কারণে প্রায় আট মাস বন্ধ থাকার পর আগামী ২৩ অক্টোবর থেকে পুরোদমে চালু হচ্ছে এই মাল্টিপ্লেক্সের সবগুলো শাখা।

এদিন একসঙ্গে হলিউডের দুটি আলোচিত ছবি মুক্তি দিচ্ছে তারা। একটি ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’। অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবির গল্প এক সিআইএ এজেন্টকে ঘিরে। ‘টেনেট’ শব্দটিকে কেন্দ্র করেই ছবির মূল রহস্য।

অন্যটি হলো ডিজনির লাইভ অ্যাকশন ‘মুলান’। ছবিগুলোর জন্য রীতিমত মুখিয়ে ছিলেন দর্শকরা। করোনার কারণে দুটি ছবিরই মুক্তি আটকে যায়। সম্প্রতি মুক্তি পাওয়ার পর দর্শকদের বেশ ভালো সাড়া লক্ষ্য করা যায়। বিশ্বের অনেক দেশেই করোনা পরিস্থিতির মধ্যেও বিপুল সংখ্যক দর্শক সিনেমা হলে ভিড় করেন।

এবার বাংলাদেশের দর্শকদের অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি অনুযায়ী যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে মাল্টিপ্লেক্সটি।

প্রতিটি হলের আসন সংখ্যার ৪০ শতাংশ টিকিট বিক্রি করা হবে। টিকেট ক্রয়ের ক্ষেত্রে নগদ অর্থ লেনদেন না করে অনলাইনে টিকিট নেওয়াকে উৎসাহিত করছে তারা।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

5h ago