মোংলা বন্দরে খালাস হচ্ছে রূপপুরের পারমাণবিক চুল্লি
মোংলা বন্দরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিসহ অন্যান্য যন্ত্রাংশের খালাসের কাজ শুরু হয়েছে।
গতকাল রাতে রাশিয়া থেকে গত রাতে এম ভি ডেইজি জাহাজে বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি মোংলা বন্দরে এসে পৌঁছায়। খালাসের পর এগুলো সড়ক ও নৌপথে রূপপুরে প্রকল্প এলাকায় পাঠানো হবে।
মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান জানান, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চাহিদা অনুসারে চুল্লিসহ অন্যান্য যন্ত্রপাতির খালাস আজ দুপুরে শুরু হয়েছে। প্রকল্প কর্মকর্তারা এগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে বিদ্যুৎকেন্দ্রে পাঠাচ্ছেন।
Comments